অগ্রসর রির্পোট : রাজধানীতে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডেমরা সারুলিয়া বাজার এলাকার একটি মেসে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. হাসিদ মিয়া (৩০)। তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা।
হাসিদ মিয়ার ভাইয়ের ছেলে মো. মোস্তাক জানিয়েছেন, ডেমরার আজিজ মিয়া মেসে থাকতেন তার চাচা। গত রাতে শোয়ার সময় মোবাইল টেলিফোনে চার্জ দিতে যান হাসিদ মিয়া। এ সময় বিদ্যুৎস্পর্শ হন তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক হাসিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসিদ মিয়ার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঘাইকান্দী গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, হাসিদ মিয়ার মৃত্যুর খবরটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা রয়েছে।