আজ বুধবার ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, পুতিন মার্কিন-রুশ সম্পর্ককে গুরুতর পর্যায় থেকে বের করে আনতে পরস্পর কাজ করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন।
পুতিন বলেন, উভয় দেশ ও বিশ্ব সম্প্রদায়ের স্বার্থে গঠনমূলক আলোচনা করতে হবে।
পুতিন বলেন, উভয় দেশ ও বিশ্ব সম্প্রদায়ের স্বার্থে গঠনমূলক আলোচনা করতে হবে।
অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখারও অঙ্গীকার করেন। আজ বুধবার অ্যাবে এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনে আপনি বিজয়ী হওয়ায় আমি আন্তরিকভাবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’ তিনি বলেন, স্বাধীনতা, গণতন্ত্র, মৌলিক মানবাধিকার ও আইনের শাসনসহ অভিন্ন মূল্যবোধের কারণে জাপান ও যুক্তরাষ্ট্রের মৈত্রী দৃঢ়ভাবে গ্রথিত।