তিনি বলেন, “সন্ধ্যা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে ২ নম্বর সতর্ক সঙ্কেত ছিল। এরপর তা বাড়িয়ে ৩ নম্বর করা হয়েছে। এটা আরও বাড়তে পারে।
“এজন্য রাত সাড়ে ৮টার পর থেকে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।” পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।
“এজন্য রাত সাড়ে ৮টার পর থেকে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।” পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি রোববার সকালে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর; সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর সঙ্কেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে বলে একজন আবহাওয়াবিদ জানিয়েছেন।