বৈঠকে বলা হয়েছে, পুতুল ও ববি বিদেশি সংস্থায় কাজ করেন। ওই সংস্থাগুলোর রেজুলেশন অনুযায়ী তারা কোনও রাজনৈতিক দলের কাউন্সিলর হতে পারবেন না। তাই কাউন্সিলর তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তারা কাউন্সিলর পদ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। পুতুল যুক্তরাষ্ট্রে স্কুল সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ কমিটির সদস্য। অন্যদিকে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনোমিক্সে পড়াশোনা করা ববি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) কনসালট্যান্ট। পাশাপাশি তিনি আওয়ামী লীগের গবেষণা সেল ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের’ (সিআরআই) একজন ট্রাস্টি।
অন্যদিকে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের খসড়া অনুমোদন করা হয়েছে। তবে বলা হয়েছে, এরপরও কারও কোনও লিখিত প্রস্তাব থাকলে, তা জানালে ওই প্রস্তাব অন্তর্ভুক্ত বা সংশোধন করার সুযোগ রয়েছে। ঘোষণাপত্র নিয়ে আলোচনাকালে আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, আমাদের নতুন ভিশন হচ্ছে ২০৪১। কিন্তু ঘোষণাপত্রে ভিশন ২০২১ উল্লেখ করা হয়েছে। আমাদের ২০৪১-এর ভিশন কী হবে, তা ঘোষণাপত্রে স্পষ্ট করা হয়নি। বিষয়টি স্পষ্ট হওয়া উচিত। তার এ বক্তব্যের সম্মতি দিয়ে সভাপতি শেখ হাসিনা বলেন, হ্যাঁ, এটা আমাদের ঘোষণাপত্রে স্পষ্ট হওয়া উচিত। এটা আমি নিজেই ঠিক করে দেব। এবং এটি ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত হবে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।