কিশ্তওয়ারের ওয়ারওয়ানা এলাকা বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে। ফলে কাশ্মীরের অন্যান্য এলাকা থেকেও প্রায় বিচ্ছিন্নই থাকে ওই অঞ্চলটি। পাহাড়ি গ্রামে নেই বিদ্যুৎও। ৩৬৫ দিনের শীতে জড়িয়ে থাকার জন্য গ্রামবাসীরা বিরাট পরিমাণ ঘাস এবং অন্যান্য জ্বালানি মজুত করেছিলেন। এমনকি প্রত্যেক বাড়ির ছাদেও ঘাস, জ্বালানি মজুত করা হয়েছিল। গত শনিবার রাতে সেখানেই লেগে যায় আগুন। নিমেষে গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন। গ্রামবাসীরা কিছু করার আগেই ৮৪টি বাড়ি এবং ৮০টি পশু খামার পুড়ে ছাই হয়ে যায়। ভস্মীভূত হয়ে গেছে ১৫ গো-শালা, একটি স্কুল, একটি ওষুধের দোকান, একটি মসজিদ, দুটো পানির কারখানা, দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, একটি সরকারি হেলথ সেন্টার, টেলিফোন বুথ। গত দুই দিন ধরে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন গ্রামের ১১৫ পরিবারের ৬২১ জন মানুষ ।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।