ঢাকার প্রবেশপথগুলোতে বসানো হচ্ছে আওয়ামী লীগের অভ্যর্থনা কেন্দ্র। আর সেখানেও থাকছে ফানুসের মত কাগজে মোড়ানো আলোকসজ্জা, বিভিন্ন রাস্তার ল্যাম্পপোস্ট থেকে ঝুলছে ফুলের টবসহ রং বেরংয়ের বেলুন।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। রাজধানীকে নতুন করে সাজিয়ে নেওয়াও এই প্রস্তুতির একটা বড় অংশ ছিল, সেই কাজ ও শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা।
দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি ২ দিনব্যাপী এই সম্মেলনে বন্ধুপ্রতিম ১৫টি দেশের রাজনীতিবিদরাও অংশ নিতে পারেন, তাই তাদেরকে এক নতুন রাজধানী উপহার দেবার প্রস্তুতির অংশ হিসেবে এই সাজসজ্জা।
মঞ্চ ও এই সাজ-সজ্জা রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করবে বলে মনে করছেন আওয়ামী লীগের রাজনীতিবিদরা। জাতীয় সম্মেলনে শৃঙ্খলা রক্ষায় নিয়মিত বিভিন্ন বাহিনীর পাশাপাশি দুই হাজার স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করবেন এই সম্মেলনে।
“উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়াবার” এই স্লোগানকে ধারণ করে রাজধানীকে রাঙ্গিয়ে তুলছে মঞ্চ ও সাজ-সজ্জা উপ-কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ।