সাজাপ্রাপ্তরা হলেন খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার শান্তিপুর গ্রামের দেলোয়ার হোসেন ও মো. ইউনুছ আলী এবং কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ছুটনা গ্রামের আবদুর রহিম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো জানান,২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর গভীর রাতে মাটিরাঙা উপজেলার দুর্গম শান্তিপুর এলাকায় জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। সেখানে অভিযান চালিয়ে গ্রেনেড, ডেটোনেটর ও গান পাউডারসহ বিভিন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়। পরদিন এ ঘটনায় মাটিরাঙা থানায় মামলা করা হয়। তদন্ত শেষে ২৮ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা মাটিরাঙা থানার ওসি মো. মিজানুর রহমান চার্জশিট দেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ আদেশ দেওয়া হয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।