উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর হাইকোর্ট তাজউদ্দিনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়ে আত্মসমর্পণের নির্দেশ দেন। আত্মসমর্পণের দিন দুই কোটি টাকা সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে বলা হয়েছিল। দুই মাস পরপর দুই কোটি টাকা করে কিস্তি পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়। কোনো কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তাজউদ্দিনের জামিন বাতিল হয়ে যাবে বলেছেন আদালত। পরে ওই আদেশ স্থগিত চেয়ে দুদক আবেদন করে।
আত্মসাতের জন্য জালিয়াতির মাধ্যমে ৪৫ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকা ঋণ নেওয়ার অভিযোগে তাজউদ্দিনের বিরুদ্ধে গত বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি করে দুদক। এ মামলায় ২৬ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান তাজউদ্দিন।