কর্মকর্তারা বলছেন, গতকাল বুধবার বেঙ্গালুরুর বেলান্দুর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনার পি হরিকৃষ্ণান জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো চারজন ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে আছেন।
নিহতদের মধ্যে পার্শ্ববর্তী একটি ভবনের একজন নিরাপত্তা রক্ষী ও ২৪ বছর বয়সী এক নির্মাণকর্মী রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটাপন্ন।
শহরের একটি নতুন অভিজাত আবাসিক এলাকা বেলান্দুর। এখানে বেশকিছু তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, অভিজাত অ্যাপার্টমেন্ট ব্লক, আবাসিক হোটেল রয়েছে।
সম্প্রতি বছরগুলোতে লেক দিয়ে ঘেরা এই এলাকাটিতে বহু নতুন ভবন নির্মিত হয়েছে।