অগ্রসর রিপোর্টঃ শ্রীলংকার উত্তরাঞ্চলে বুধবার একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় এক হাতি ও হাতির তিনটি বাচ্চা মারা গেছে।
কলম্বো থেকে প্রায় ২৬০ কিলোমিটার (১৬২মাইল) উত্তরে অবস্থিত চেদ্দিকুলামে এই দুর্ঘটনাটি ঘটে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ট্রেনটি একটি জঙ্গলের মধ্যে স্থাপিত রেলপথের ওপর দিয়ে যাচ্ছিল। এ সময় হাতির একটি পাল রেলপথ পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে। রেলপথটি নতুন স্থাপন করা হয়েছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘একটি হাতির বাচ্চাকে ধাক্কা দেয়ার পর ট্রেনটি এটিকে রেলপথ দিয়ে হোঁচড়ে ৩০০ মিটার দূরে নিয়ে যায়।’
এটিই শ্রীলংকার সবচেয় ভয়াবহ প্রাণী দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
এই ঘটনায় ট্রেনের কোন যাত্রী আহত হয়নি।
প্রতিবছর শ্রীলংকায় প্রায় ২০০ হাতি মারা যায়।
বছরে হাতির আক্রমণে প্রায় ৫০ জন প্রাণ হারায়। এদের অধিকাংশই গ্রামবাসী। এরা হাতির বাসস্থানের কাছেই বাড়িঘর নির্মাণ করে।
২০১১ সালে একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় একই রেলপথে তিনটি হাতির বাচ্চা প্রাণ হারায়। জঙ্গলে অবস্থিত এই রেলপথটি কলম্বো থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
চলতি বছরের মে মাসে দেশটির উত্তরাঞ্চলে বজ্রপাতে চারটি হাতি মারা গেছে। এদের মধ্যে দুটি শাবক রয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।