অগ্রসর রিপোর্টঃ তারকাদের বিব্রত হতে হয়। যেমন তারকাখ্যাতি থাকে, আবার খ্যাতির বিড়ম্বনায়ও পড়তে হয়। পাপারাজ্জিদের একটা ভয় থেকেই যায়। সোশাল মিডিয়ার এই যুগে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে যেমন হেয় করা যায়, ঠিক তেমনই তারকাদের বিষয়ে কম গুজব রটে না। কিছুদিন আগে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যানের মেয়ে পরীমনি। বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়। পরীমনি নির্বিকার থেকেছেন। কিন্তু একের পর এক বিব্রত করাটাও হয়ত মেনে নেওয়া যায় না। শেষ পর্যন্ত নেননি। আজ উত্তর দিলেন পরীমনি, ফেসবুকে। জানালেন তার মা-বাবা নেই। লেখাটিতে একবার মনোযোগ দিলে হয়ত আবেগ আক্রান্ত হতে পারেন আপনিও। পরীমনি লিখেছেন, – ‘কি ভাবে শুরু করা উচিত মাথায় আসছে না। যাই হোক কথাটা হচ্ছে, আমার বাবা আর মা কে নিয়ে। যদিও তাদের নিয়ে এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে বহুবার বলেছি। কিন্তু জগতে কিছু বেজন্মাদের জন্য আজ ঘটা করে আমার মৃত মা-বাবা কে ওদের সাথে পরিচয় করাচ্ছি।’ ক্ষুব্ধ হয়ে পরীমনি লেখেন, ‘এতিম বোঝেন তো? আমি এতিম। আমার মা মরে গেছেন তখন আমি ৩ বছরের বাচ্চা। আর বাবা মরে গেছেন আজ ৭ বছর। আমার বাবা পুলিশ এ ছিলেন। আমার কোনো ভাই বোন নেই। আমি একা। দয়া করে আর কোনো…..ফাউন্ডেশনের চেয়ারম্যনকে আমার বাপ বানিও না প্লিজ’। পরীমনি শেষে বলেন, ‘আমি আমার ফ্যান, ফলোয়ার, বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দুঃখিত এর চেয়ে ভদ্র ভাষায় লিখতে পারলাম না। আবারো দুঃখিত।’
নিচে পরীমনির ফেসবুক স্ট্যাটাসটি দেয়া হলঃ