স্টাফ রিপোর্টার: ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশে রাশিয়া। ফুটবলের এই বিশ্ব আসর সফল করতে ইতিমধ্যে আয়োজনও শুরু করে দিয়েছে দেশটি। মাঠের আয়োজন যেমন চলছে, তেমনি চলছে সাজ সজ্জার আয়োজনও। এই আয়োজনের অংশ হিসেবে মাসকট কি হবে তা নিয়ে এবার ভাবনায় পড়েছে আয়োজকরা। তাই জনগনের নির্বাচনের ম্যধ্যমে মাসকটের প্রাণি বেছে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার ফুটবল কর্তারা।
মাসকটের ভাবনায় সব যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে সমজাতীয় তিনটি প্রাণীকে তারা রেখেছেন তালিকায়। তালিকার এই তিনটি প্রাণি হচ্ছে, বাঘ, নেকড়ে আর বিড়াল। এখন এদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে ২০১৮ বিশ্বকাপ ফুটবলের মাসকটে রাখা হবে কোন প্র্রাণিকে। আর এই চুড়ান্ত বাছাই প্রক্রিয়ায় অংশ নেবেন রাশিয়ারই সাধারন জনগন। বাঘ, নেকড়ে আর বিড়ালের মধ্যে এখন তারেই বাছাই করবেন কোনটি হবে এবারের মাসকটের প্রাণী।
এ প্রসঙ্গে ২০১৮ বিশ্বকাপের স্থনীয় আয়োজক কমিটির পরিচালক এলেক্স সরোকিন বলেন, ‘রাশিয়ার জনগনকে এই আয়োজনে আমরা সম্পৃক্ত করতে পেরে সত্যি খুবই আনন্দিত।’
ইতিমধ্যে সম্ভাব্য তিনটি মাসকটের ডিজাইন দাঁড় করানোই, রাশিয়ার ক্রীড়া বিষায়ক মন্ত্রণালয় তিন স্কুল শিক্ষার্থীকে পুরুস্কৃতও করেছে।
প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপের ২০১৮ সালের আসরটি রাশিয়ার ১১ টি গুরুত্বপূর্ণ শহরে অনুষ্ঠিত হবে। মাসব্যাপী এ আয়োজনটি শুরু হবে সে বছরের ১৪ জুন। আর শেষ হবে ১৫ জুলাই।