ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি- ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সোমবার দুপুর দুইটার দিকে ভাঙ্গা বাজার থেকে প্রায় ৫ লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ করে। এসময় জাল বিক্রেতারা পালিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভাঙ্গা বাজারে কারেন্ট জালের রমরমা ব্যবসা চলছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন মৎস্য অফিসার সন্দীপন মজুমদার এবং সহকারী মৎস্য অফিসার আবু বক্কর সিদ্দিককে নিয়ে অভিযান চালিয়ে প্রায় দুই ট্রাক অবৈধ কারেন্ট জাল জব্দ করে। নির্বাহী অফিসার এবং মৎস্য অফিসারের আগমন টের পেয়ে জাল বিক্রেতারা দ্রুত পালিয়ে যায়। জব্দকৃত জালের আনুমানিক মুল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা।
পরে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য অফিসার উপস্থিত থেকে ভাঙ্গা চৌরাস্তা বালুর মাঠে আগুন দিয়ে তা পুড়িয়ে ফেলে।