স্টাফ রিপোর্টার : কলকাতার রাস্তায় ‘টোটো’ ড্রাইভার হিসেবে দেখা গেল আমিতাভ বচ্চনকে। নীল চেক শার্ট, পরিপাটি করে আঁচ়ড়ানো চুল- এমন লুকেই টোটো ড্রাইভার হিসেবে ক্যামেরাবন্দি হলেন বলিউডের শাহেনশাহ। ঋভু দাশগুপ্তের পরিচালনায় ‘তিন’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে এখন কলকাতায় আছেন অমিতাভ।
আর শুটিংয়ের ফাঁকেই টোটোও চালিয়ে ফেললেন বিগ বি। ক্যামেরা যদি অন না থাকত আর পাশে নিরাপত্তারক্ষীরা যদি না দৌড়াতেন, তাহলে বোঝা মুশকিল ঠিক কী হচ্ছে। চরিত্রের সঙ্গে এতটাই একাত্ম হয়ে গিয়েছেন অমিতাভ।
গত শনিবার কলকাতায় সাংবাদিকদের অমিতাভ বলেন, ‘কলকাতায় এসে তো কখনো সাইকেল, কখনো ভটভটি চালিয়েছি। এবার টোটোও চালালাম। টুইটারে ছবি দিয়েছি।’
‘পিকু’ সিনেমার জন্য শ্যামবাজার পাঁচমাথার মোড়ে সাইকেল চালিয়েছেন অমিতাভ। আর এবার হাওড়ার শালিমার স্টেশনে টোটো চালালেন।