অগ্রসর রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের এখন বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হচ্ছে। সরকার দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। সেজন্য নিজস্ব উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
প্রধানমন্ত্রী আজ রোববার (১৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পরীক্ষায় পাস করে চাকরির পেছনে ছুটে না নিজে উদ্যোক্তার হওয়ার চেষ্টা করতে হবে। তরুণদের উদ্যোক্তা হওয়ার জন্য সরকার নানান ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে।’ প্রধানমন্ত্রী দেশের তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ারও আহ্বান জানান।
বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে জানিয়ে সরকার প্রধান বলেন, ‘করোনা মাহমারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এখন ফিলিস্তিনে ইসরায়েলের হামলার বিষয়টি সামনে এসেছে। এসবের ফলে নানান সংকটে আমদানি ব্যয় বেড়েছে। দ্রব্যমূল্যও বেড়েছে। আমরা এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছি। আমাদের এখন নিজস্ব উৎপাদন বাড়াতে হবে।’