আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার প্রায় দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। স্বাধীন ভারতের ইতিহাসে কেজরিয়াল প্রথম কোনো মুখমন্ত্রী যিনি ক্ষমতায় থাকা অবস্থায় গ্রেফতার হয়েছেন।
এনডিটিভির খবর অনুসারে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসে রাত কাটিয়েছেন। আদালতে হাজির করার আগে প্রথা অনুযায়ী ৫৫ বছর বয়সী এই ব্যক্তিকে তদন্তকারী সংস্থার অফিসে রুটিন চেকআপের জন্য চিকিৎসা কর্মীরা দেখতে গিয়েছিলেন।
এদিকে কেজরিওয়ালের গ্রেফতারকে ‘গণতন্ত্রের হত্যা’ও ‘একনায়কতন্ত্রের ঘোষণা’ আখ্যা দিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে আম আদমি পার্টি (এএপি)।
অরবিন্দ কেজরিওয়াল কারাগার থেকেই দায়িত্ব পালন করে যাবেন বলে তার দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। তবে আইনবিশেষজ্ঞ ও কারা সূত্র বলছে, এভাবে দায়িত্ব পালন করতে গেলে সাংবিধানিক সংকট তৈরি হবে।