কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুর যাওয়ার পথে বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন।
এ ঘটনার পর বন্ধ রয়েছে চট্টগ্রাম থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চাঁদপুরমুখী ট্রেন চলাচল। তবে ঢাকা থেকে চট্টগ্রাম ও অন্যান্য রুট থেকে চট্টগ্রামমুখী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, তেজের বাজার এলাকার আপ লাইনের ২০৮ নং ব্রিজের কাঠের স্লিপার ভেঙ্গে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইঞ্জিনের সঙ্গে থাকা লক ভেঙ্গে যায় এবং ইঞ্জিন থেকে বগিগুলো আলাদা হয়ে এ দুর্ঘটনা ঘটে।
নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল হোসেন জানান, লাইনচ্যুত বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় বন্ধ রয়েছে চট্টগ্রাম থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চাঁদপুরমুখী ট্রেন চলাচল। তবে ঢাকা থেকে চট্টগ্রাম ও অন্যান্য রুট থেকে চট্টগ্রামমুখী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।