স্টাফ রিপোর্টার : জেলার লামা উপজেলায় আজ মালামাল ভর্তি একটি ট্রাক উল্টে ৭ জন শ্রমিক নিহত এবং ৭ জন আহত হয়েছে।
আজ সকালে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- পাবনা জেলার ইশ্বরদি থানার কামালপুর গ্রামের বাসিন্দা এরশাদ প্রমাণিকের পুত্র আফতাব হোসেন (৫৫), পেয়ারপুর গ্রামের বাসিন্দা আনসার আলীর পুত্র আমজাদ হোসেন (৪৭), রহিমপুর গ্রামের বাসিন্দা আয়নুলের পুত্র মো. রবিন (৩৫) ও ফজল প্রমাণিকের পুত্র রাজিব (৪০), দাদাপুর গ্রামের বাসিন্দা সাঈদ মালিখার পুত্র রকিবুল ইসলাম (২৮), সাতক্ষিরা জেলার দেওয়ারী থানার কামটা গ্রামের বাসিন্দা ইয়াকুব গাজীর পুত্র হাসান (৩০) ও দিঘাশাহপুর গ্রামের বাসিন্দা আরশেদ আলীর পুত্র মো. আলেক (৪২)।
আহতরা হচ্ছেন- সুজন (৩২), সোহেল রানা (৩৫), মাসুম (২৫) ও জামিল (৩০)। তারাও সাতক্ষিরা ও পাবনা জেলার বাািসন্দা।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ জাহিদ আখতার এবং থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুর্ঘটনার কারণ হিসেবে পুলিশ জানায়, চালকের অদক্ষতা এবং পাহাড়ি এলাকায় গাড়ি চালনার অনভিজ্ঞতার জন্যই এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকার একটি নির্মাণ প্রতিষ্ঠান লামার মিরিঞ্জা এলাকায় গ্রামীণ ফোন মোবাইল কোম্পানির টাওয়ার তৈরি করছিল। ঢাকা থেকে মোবাইল টাওয়ারের পণ্য বোঝাই ট্রাক (নং- ঢাকা মেট্রো-ট-১৬-৩৫৬৮) লামার মিরিঞ্জার টপে যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল ৭টায় সড়কের ইয়াংছা মোড়ে এলে ট্রাকটি উল্টে যায়। এতে গাড়িতে থাকা চার জন শ্রমিক ঘটনাস্থলে নিহত হয় ও ৩ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।
পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনার পর গাড়ি চালক বিল্লাল হোসেন পালিয়ে যায়।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবদুস সাত্তার ট্রাক উল্টে ৭ শ্রমিক নিহত ও ৭ শ্রমিক আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে লামা থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে ।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।