স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৫তম বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী আজ সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে দলের প্রধান হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে আরেকটি পুস্পস্তবক অর্পন করেন।
এদিকে, প্রধানমন্ত্রী আজ ৪৫তম বিজয় দিবস উপলক্ষে ৬টি স্মারক ডাকটিকেট, ৩টি উদ্বোধনী খাম, ৩টি ডাটা কার্ড এবং একটি স্যুভেনির অবমুক্ত করেন।
তিনি আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে স্মারক ডাকটিকেট, ৩টি উদ্বোধনী খাম, ৩টি ডাটা কার্ড এবং একটি স্যুভেনির অবমুক্ত করেন।
বাংলাদেশ ডাক বিভাগ ৪৫তম বিজয় দিবস উপলক্ষে ছয়টি ডাকটিকেট- একটি বিজয় দিবস (১০ টাকা), চারটি ঐতিহ্যবাহী নৌকা (১০ টাকা) এবং ১৯৭১ সালে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে সেতার বাদক প-িত রবিশঙ্কর ও বিশ্বখ্যাত গায়ক জর্জ হ্যারিসনের ঐতিহাসিক কনসার্টের ওপর একটি (৬০ টাকা) ডাকটিকেট প্রকাশ করেছে।
এছাড়াও, ডাক বিভাগ ১০০ টাকা মূল্যের একটি স্যুভেনির, তিনটি ফার্স্ট ডে কভার (১০ টাকা) এবং তিনটি ডাটা কার্ড (৫ টাকা) প্রকাশ করেছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগযোগ প্রতি মন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, ডাক ও টেলিযোগযোগ সচিব মো. ফজলুর রহমান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।