অগ্রসর রিপোর্ট: সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ৩৫ ঘণ্টায় রাজধানীতে ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও রাজধানীর তেজগাঁও এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনে আগুন দেওয়া হয়েছে, যাতে মা-ছেলেসহ চারজন প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফায়ারের তথ্যমতে, ১৯ ডিসেম্বর সকাল ৫টা ৪ মিনিটে রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ৩টি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া সকাল ৬টা ২৮ মিনিটে নগরীর শনির আখড়া বাস টার্মিনাল ‘বোরাক পরিবহন, সকাল ৭টা ২৮ মিনিটে বনশ্রী এলাকায় ‘রবরব পরিবহন’, দুপুর ১টা ৪ মিনিটে গুলিস্তান জিপিও-এর সামনে ‘মালঞ্চ পরিবহনে’ আগুন দেওয়া হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট ও ৩০ জন জনবল কাজ করে।
এ নিয়ে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে এখন পর্যন্ত সারাদেশে স্থাপনা ট্রেনসহ ২৮৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।