অগ্রসর রিপোর্ট : চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। বুধবার নিউজিল্যান্ডের দেয়া ২০৯ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগাররা থামে দেড়শ পেরিয়ে ১৬০ রানে।
৪৮ রানে হারের ম্যাচে হেসেছে সাকিব আল হাসানের ব্যাট। অধিনায়ক ৪৪ বলে ৭০ রানে থামেন। মারেন ৮টি চার ও একটি ছক্কা। বাকিদের কেউই প্রত্যাশার দাবি মেটাতে পারেননি।
আসরের অপর দুদল পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ডের মাঝে হবে শিরোপার লড়াই। ফাইনালের আগে শেষ ম্যাচে বৃহস্পতিবার নিয়মরক্ষার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার ম্যাচে বুধবার টস জিতে অধিনায়ক সাকিব ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ডকে। তার সিদ্ধান্ত যে সঠিক ছিল না প্রমাণ হয়ে যায় প্রথম ইনিংসেই। স্বাগতিকরা প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় দেখায় নিউজিল্যান্ড ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ২০৮ রান। টি-টুয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ স্বাগতিকদের।
১৯ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দিয়ে আউট হন ফিন অ্যালেন। আরেক ওপেনার ডেভন কনওয়ে দীর্ঘ করেন ইনিংস। ৪০ বলে করেন ৬৪ রান।
২৭ বলে ৩৪ রান করে যান মার্টিন গাপটিল। আসল কাজটা করেন গ্লেন ফিলিপস। তার টর্নেডো ইনিংসেই দুইশ পেরোয় কিউইরা। মাত্র ২৪ বলে ৬০ রান করেন পাঁচ ছক্কায়।
মোহাম্মদ সাইফউদ্দিন ও ইবাদত হোসেন দুটি করে উইকেট নেন। একটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। তাসকিন আহমেদকে বিশ্রাম দেয়া হয় আজকের ম্যাচে।
দীর্ঘদিন পর টি-টুয়েন্টি একাদশে জায়গা পান সৌম্য সরকার। ২ ওভার বল করে ২১ রান দেন, আর ব্যাট হাতে তিন নম্বরে নেমে ১৭ বলে তিন চারে ২৩ রান করেন।