অগ্রসর রিপোর্ট:
শারদীয় দুর্গোৎসবের নবম দিনে বিদায়ের সুর বেজে উঠেছে।
আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমীর এই দিন রাজধানীসহ সারাদেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হবে যজ্ঞাদিও।
গত শনিবার ষষ্ঠীর মধ্য দিয়ে যে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়, তা আগামীকাল বুধবার প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
ফলে দুর্গোৎসব শেষ হয়ে বিদায়ের সুর দেখা গেছে মণ্ডপে মণ্ডপে।
হিন্দু ধর্মাবলম্বীরা জানিয়েছেন, গতকাল মহাঅষ্টমীর বিশেষ আকর্ষণ ছিল ‘কুমারী পূজা’। এছাড়া অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে পালন করা হয় ‘সন্ধি পূজা’। আজ যজ্ঞ আর নবমী পূজার মাধ্যমে দিনটি অতিবাহিত করবেন এই সম্প্রদায়ের মানুষ।
দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনীর আরাধণা এবং আরেকটি দিবানিশি শেষ হলে কৈলাশে স্বামীগৃহে ফিরবেন মা দুর্গা। এর পাশাপাশি ধর্মী রীতি-প্রথা অনুযায়ী অন্যান্য আয়োজন তো রয়েছেই। পরের বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। #
অগ্রসর/আরএ/৪-১০-২২/