স্টাফ রিপোর্টার : ভেনিজুয়েলার আসন্ন পার্লামেন্ট নির্বাচনে বুধবার এক বিরোধী প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তার পাশে কারারুদ্ধ বিরোধী দলীয় একজন নেতার স্ত্রী ছিলেন।
দেশটির সমাজবাদীদের ক্ষমতায় টিকে থাকার জন্য ৬ ডিসেম্বরের এই নির্বাচন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিরোধী ডেমোক্র্যাটিক অ্যাকশন পার্টির চেয়ারম্যান হেনরি রামোস অ্যালুপ টুইটারে জানান, ‘দলের আলটাগরাসিয়া ডি ওরিতুকোর (গুয়েরিকো রাজ্য) স্থানীয় নেতা লুইস ম্যানুয়েল দিয়েজ এই মাত্র গুলিতে নিহত হয়েছেন।’
তিনি আরো জানান, হামলার সময় ডিয়েজ বিরোধী দলের কারারুদ্ধ নেতা লিওপোলডো লোপেজের স্ত্রী লিলিয়ান টিন্টোরির পাশে দাঁড়িয়ে ছিলেন।
২০১৪ সালে সরকার বিরোধীদের বিক্ষোভ চলাকালে সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগে লিওপোলডোকে কারাদন্ড দেয়।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।