অগ্রসর রিপোর্ট: জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবে চাপ থাকার পরও বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। তিনি বলেছেন, জাতিসংঘের জরুরি অধিবেশনে ভোটাভুটির আগে বাইরের প্রবল চাপ সত্ত্বেও বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রাখায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
রাশিয়া দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কথা বলছিলেন দূত আলেক্সান্ডার। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের এক মাস পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ২ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপিত হয়। সেখানে ভোট দেওয়া থেকে বিরত থাকে বাংলাদেশ।
বাংলাদেশের এই অবস্থানকে তার দেশ কীভাবে মূল্যায়ন করে প্রশ্নের উত্তরে রাশিয়ান রাষ্ট্রদূত বলেন, ‘ওই প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ আচরণ করেছে। এটি প্রশংসা করে রাশিয়া।’
‘ওয়াশিংটনের নিষেধাজ্ঞা শুধু রাশিয়া একার জন্য নয়, বাংলাদেশসহ দেশটির মিত্রদের জন্যও হুমকি তৈরি করেছে। এ পরিস্থিতি সামাল দিয়ে নির্বিঘ্নে মহামাত্রিক সহযোগিতা এগিয়ে নিতে ঢাকা ও মস্কোর মধ্যে আলোচনা হচ্ছে’—যোগ করেন আলেক্সান্ডার মান্টিটস্কি।
রুশ দূত জানান, বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও লেনদেন অব্যাহত রাখতে বার্টার বাণিজ্য নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি তৃতীয় দেশের ব্যাংকিং সুবিধা গ্রহণের মতো নানা বিকল্প নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
নির্ধারিত সময়ের মধ্যে রূপপুর প্রকল্প শেষ হবে
তার দেশের ওপর যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ-রাশিয়ার অর্থনৈতিক সহযোগিতায় প্রভাব পড়বে কি-না এক প্রশ্নের উত্তরে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা রয়েছে, সেটি আমরা বুঝতে পারি। এখন পর্যন্ত সব কাজ নির্ধারিত সময় ধরেই এগোচ্ছে। প্রকল্প শেষ করার জন্য আগে যে সময়সীমা ঠিক করা হয়েছিল, সে অনুযায়ী তা হবে।’
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও বাড়াতে চায় রাশিয়া
রাশিয়া বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে আগ্রহী উল্লেখ করে রুশ দূত বলেন, ‘এই মুহূর্তে পশ্চিমা অনেক প্রতিষ্ঠান তাদের সরকারের চাপে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়েছে। আমাদের বাংলাদেশের অংশীদারদের জন্য অবিশ্বস্ত অংশীদারেরা দূরে সরে গিয়ে এক দারুণ সুযোগ তৈরি করেছে।’
আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন চ্যানেল সুইফট ব্যবস্থায় রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ তাদের মিত্রদের নিষেধাজ্ঞায় বিকল্পগুলো নিয়ে আলোচনা হচ্ছে বলেও জানান রাশিয়ার রাষ্ট্রদূত।
তিনি বলেন, মস্কোতে বাংলাদেশ দূতাবাস গত সপ্তাহে বার্টার বাণিজ্যের বিষয়টি বিবেচনায় নেওয়া যায় কি-না প্রস্তাব দিয়েছে। দুই দেশ ব্যবসা ও লেনদেন অব্যাহত রাখার স্বার্থে বার্টার কিংবা এক দেশের সঙ্গে অন্য দেশের মুদ্রা বিনিময় (রুবল ও টাকার মধ্যে) অথবা তৃতীয় দেশের ব্যাংক ব্যবহারের মতো বিকল্পগুলো নিয়ে আলোচনা করছে।
গম ও জ্বালানি সরবরাহে বাধ্যবাতকা পূরণ করবে রাশিয়া
রাশিয়া থেকে বাংলাদেশের কেনা গম ও জ্বালানির দাম বাড়ার বিষয়েও কথা বলেন রাশিয়ার রাষ্ট্রদূত। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা পরিস্কার করে বলতে চাই, এসব সরবরাহের বিষয়ে রাশিয়ার যে বাধ্যবাধকতা সেটা পূরণ করা হবে। মধ্যস্বত্বভোগী ও কিছু গণমাধ্যম জনগণের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়ায় এখানে পণ্যের মূল্য বেড়ে গেছে।’
পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তার দেশকে দমিয়ে রাখতে পারবে না উল্লেখ করে রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটাস্কি আরও বলেন, ‘নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতিতে ধস নামবে না। ইতিহাসের নানা পর্বে সংকট মোকাবিলা করেই কিন্তু রাশিয়া এগিয়েছে। রাশিয়া এই পরিস্থিতিও ভালোভাবে মোকাবিলা করে ঘুরে দাঁড়াবে।