অগ্রসর রিপোর্ট :পাঁচ বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছিল বার্সেলোনা। ২০২০ সালের জানুয়ারিতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ম্যাথিউস ফের্নান্দেসকে আনার ঘোষণা দেয় কাতালান ক্লাব। পালমেইরেস থেকে বার্সায় যোগ দিয়েই ২২ বছর বয়সী মিডফিল্ডার ধারে খেলতে যান রিয়াল ভায়াদোলিদে। সেখান থেকে গত মৌসুমের আগে ন্যু ক্যাম্পে ফেরেন। কিন্তু খেলতে পেরেছেন মাত্র ১৭ মিনিট। মঙ্গলবার বার্সা জানালো, তাকে আর প্রয়োজন নেই তাদের।
চুক্তির চার বছর বাকি থাকতেই ম্যাথিউসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বার্সেলোনা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই খবর জানায় তারা, ‘ব্রাজিলিয়ান খেলোয়াড় ম্যাথিউস ফের্নান্দেসকে বার্সা জানিয়েছে যে তাকে আর প্রয়োজন নেই ক্লাবের। ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও তার সঙ্গে সম্পর্কের ইতি টানছে বার্সা।’
ডায়নামো কিয়েভের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ গ্রুপের ম্যাচে বদলি হয়ে মাঠে নামেন ম্যাথিউস। খেলেন ১৭ মিনিট। তারপরই কোচ রোনাল্ড কোম্যান তাকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। গত মে মাসে ম্যাথিউস বলেছিলেন তার সঙ্গে ডাচ কোচের ব্যক্তিগত দ্বন্দ্ব আছে। বার্সায় তার খেলার যোগ্যতা নেই বলে মন্তব্য করেছিলেন কোম্যান। তারপরও জায়গা ধরে রাখতে বদ্ধপরিকর ছিলেন, কিন্তু পারলেন না।