শামীম আখতার নিউ ইয়র্ক প্রতিনিধি:
পাকিস্তানের ইনিংস ঘোষণা
আবু ধাবিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৮ উইকেটে ৫২৩ রান করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। ইংল্যান্ড এখন তাদের প্রথম ইনিংস শুরু করেছে। তারা এ রিপোর্ট লেখা পর্যন্ত বিনা উইকেটে ১৪ রান করেছে।
আজ দ্বিতীয় দিনে চা-বিরতি পর্যন্ত ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল পাকিস্তানের। কিন্তু এরপর খেলায় ফিরে আসে ইংল্যান্ড। পাকিস্তানের ব্যাটসম্যানরা দ্রুত আউট হতে থাকে।
পাকিস্তানের একটি লক্ষ্য ছিল শোয়েব মালিকের ট্রিপল সেঞ্চুরি। কিন্তু তিনি ২৪৫ রানে ফিরে গেলে আর খুব দেরি করার কারণ দেখেনি পাকিস্তান। মালিক ২৪৫ রান করে আউট হন।
সেঞ্চুরি করার পর আসাদ শফিকও বেশিদূর যেতে পারেননি। তিনি ১০৭ রানে আউট হন।
ইংল্যান্ডের পক্ষে স্টোকস নেন ৪ উইকেট।
পাকিস্তান আগের দিনের ৪ উইকেট নিয়ে ব্যাট শুরু করেছিল পাকিস্তান। শোয়েব মালিক ১২৪ এবং আসাদ শফিক ১১ রান নিয়ে মাঠে নামেন। তারা অপরাজিত থেকে ইংল্যান্ডের খেলোয়াড়দের আজ হতাশায় ডোবান। কয়েকটি ক্যাচ মিস করে ইংরেজদের হতাশা আরো বাড়ে।