আইয়ুব আলী ময়মনসিংহ , ৮ এপ্রিল।।
স্বাস্থ্য বিধি মেনে ময়মনসিংহে আজ থেকে শুরু হলো প্রথম ডোজ করোনা টিকা গ্রহনকারিদের দ্বিতীয় ডোজের টিকা গ্রহন। পাশাপাশি নতুন ডোজের রেজিষ্ট্রেশন ও টিকা গ্রহনও শুরু করা হলো।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আট, সুর্যকান্ত হাসপাতালে দুই, পুলিশ লাইনস্ হাসপাতালে দুই এবং সিএমএইচে দুটিসহ ১৪ টি বুথে একযোগে টিকাদান কার্যক্রম চলছে।
সাত ফেব্রুয়ারি শুরুর প্রথম ধাপে গতকাল পর্যন্ত ১ লাখ ৪২ হাজার চারশত ৪৮ নারী পুরুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। আজ তারা দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। প্রতিটি নারি পুরুষ আলাদা বুথে প্রশিক্ষিত দুজন টিকাকর্মী ও তিনজন করে রেডক্রসকর্মী টিকাদান কার্ক্রমে নিয়োজিত রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ, সিএমএইচ ও পুলিশ লাইনস হাসপাতালের সহযোগিতায় ময়মনসিংহ সিটি করপোরেশন সার্ব্বিক তত্বাবধানে টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে ।
দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা প্রথম ডোজ টিকা গ্রহনকারীদের কারো কোন ধরনের পার্শপ্রতিক্রিয়া হয়নি। টিকা গ্রহনকারিদেরকে টিকা নেওয়ার পর ত্রিশ মিনিট ধরে টিকা কেন্দ্রেই অবস্থান করতে দেখা গেছে। ময়মনসিংহ ইপিআই হীমাগারে টিকাগুলো রাখা হয়।
আজ বেলা ১১ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে করোনা ভাইরাস ভ্যাক্সিনের ২য় ডোজ গ্রহণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সিটি কর্পোরেশন গৃহীত নানা পদক্ষেপ যেমন সচেতনতা ও মাস্ক ক্যাম্পেইন, জীবানুনাশক দ্বারা গুরুত্বপূর্ণ সড়ক ধৌতকরণ, ভ্রাম্যমাণ আদালতসহ সরকারের ১৮ দফা বাস্তবায়নে নানা কার্যক্রমকে তুলে ধরে নাগরিকদের করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানান।
পরে মেয়র ময়মনসিংহ মেডিকেল কলেজ করোনা টিকাদান কেন্দ্রের বুথসমূহ পরিদর্শন করেন। এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবির, জেলা প্রশাসক ময়মনসিংহ মোহাম্মদ এনামুল হক, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. রেডাউর রহমান খান, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।