অগ্রসর রিপোর্ট : রাজশাহীর কাটাখালীতে বাস-মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে দগ্ধ হয়ে ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কাটাখালীর কাপাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় রাজশাহীর দিকে যাচ্ছিল আরেকটি মাইক্রোবাস। কাটাখালীর কাপাশিয়া এলাকায় দুটি গাড়ির সঙ্গে স্থানীয় একটি লেগুনার ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১১ জন পুড়ে মারা যান। দুর্ঘটনায় হানিফ পরিবহনের ৮ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো ৬ জনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে চারজন নারী ও দু’জন শিশু রয়েছে।