অগ্রসর রিপোর্ট :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেয়া গান্ধী শান্তি পুরস্কার ঢাকায় গ্রহণ করেছেন শেখ রেহানা। শুক্রবার (২৬ মার্চ) প্যারেড স্কয়ারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে যোগদানরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকেই এই পুরস্কার নেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের ১০ দিনের অনুষ্ঠানমালার শেষ দিনে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি সম্মানিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন।
ভারত সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২০২০ সালের গান্ধি শান্তি পুরস্কারে ভূষিত করে। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় এই পুরস্কার ঘোষণা করে। মহাত্মা গান্ধির আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ স্বাধীন করে দেশটির সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উত্তরণে অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধুকে এই পুরস্কার দেওয়া হয়।
পুরস্কারের অর্থমূল্য এক কোটি রুপি। সঙ্গে দেওয়া হয় মানপত্র। ১৯৯৫ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।