অগ্রসর রিপোর্ট :মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৯ মার্চ) দিল্লিতে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন লয়েড। তার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে গণতন্ত্র থেকে বহুত্ববাদের মত গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দিয়েছেন মোদি। বৈঠকের পর টুইটে তিনি বলেন, বিশ্বের কল্যাণে দুই দেশের কৌশলগত বোঝাপড়া বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে । ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাসহ দৃঢ় সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র।
এদিকে শনিবার (২০ মার্চ) প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, দুই দেশের মধ্যে সুরক্ষা সংক্রান্ত তথ্য আদান-প্রদানসহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেন অস্টিন। কোয়াড শীর্ষ বৈঠকের পর জাপান এবং দক্ষিণ কোরিযা সফর করেছেন লয়েড। এরপরই ভারতে আসেন তিনি। চীনা আগ্রাসন, সন্ত্রাসবাদসহ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়ে ডোভালের সঙ্গে কথা হয়েছে লয়েডের। তিন দিনের ভারত সফরে মূলত দুটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বাইডেন সরকার। প্রথমত লাদাখ সীমান্তে ভারত-চীনের কৌশলগত অবস্থান, আর দ্বিতীয়টি রাশিয়া থেকে এস ৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনা থেকে বিরত থাকতে ভারতের ওপর চাপ সৃষ্টি করা।