অগ্রসর রিপোর্ট :ভারতের পুনে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড টিকা তৈরির কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সেরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের লাগোয়া ভবনে আগুন লাগে। আগুন নেভাতে দ্রুত দমকল বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে।
জানা গেছে, টিকা উৎপাদনের চাপ সামলাতে সেরাম ইনস্টিটিউট কমপ্লেক্সে ৮/৯টি নতুন ভবন তৈরি হচ্ছে। তারই একটিতে আগুন লেগেছে। কারখানার নির্মাণাধীন অংশে আগুন লেগেছে। তবে তার জন্য করোনার টিকা উৎপাদনে কোনও সমস্যা হবে না।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার গবেষণালব্ধ টিকা ভারতে তৈরি করছেন সেরাম ইনস্টিটউট। মহারাষ্ট্রের পুনেতে প্রায় ১০০ একর জমিতে রয়েছে ‘এই টিকা উৎপাদক সংস্থা’র কারখানা। ভারতসহ বিভিন্ন দেশে করোনার টিকা সরবরাহের দায়িত্ব পেয়েছে সেরাম।
সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড টিকা আজই (বৃহস্পতিবার) বাংলাদেশে এসে পৌঁছেছে।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া