অগ্রসর রিপোর্ট : বাংলায় একটা প্রবাদ আছে- ‘বাঘে-মহিষে লড়াই’। সত্যিকার লড়াই দেখতে সমান শক্তির দুই প্রতিপক্ষ হওয়াটা জরুরি। ক্রিকেটে ব্যাটে বলে লড়াই জমজমাট হতে সমান প্রতিপক্ষের বিকল্প নেই। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এ ব্যাপারে একপেশে নীতি নিয়ে চলেছে। বোলারদের আইনের মারপ্যাঁচে বেঁধে দিয়ে ব্যাটসম্যানদের সামনে ঠেলে দিচ্ছে। নো বলের জন্য ফ্রি হিট দিয়ে বোলারদের মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে। ভারতের সাবেক অধিনায়ক লিটল মাস্টার খ্যাত শচীন টেন্ডুলকার সে বিষয়টিকে আবার মনে করিয়ে দিয়েছেন।
এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে শচীন টেন্ডুলকার বোলারদের সামর্থ্যকে খর্ব করা সম্পর্কে বলেন, ‘মহামারী করোনাভাইরাসের মধ্যে আইসিসি স্যালাইভা বা থুতু নিষিদ্ধ করার নিয়মের মধ্যে দিয়ে বোলারদের প্রতিবন্ধী করার ব্যবস্থা করেছে। দশকের পর দশক ধরে যে কোনো ফরম্যাটের ক্রিকেটে বোলাররা স্যালাইভা এবং ঘাম লাগিয়ে বলকে আরও চকচকে করে তোলেন। বলকে রিভার্স সুইং করাতে পারেন। কিন্তু ঘামের প্রচলন থাকলেও স্যালাইভা প্রয়োগ না করতে পেরে বোলাররা সেভাবে চমক দেখাতে পারছেন না।’
শচীন টেন্ডুলকা আরও বলেন, ‘যদি থুতুর পরিবর্তে অন্য কোনো কিছুর ব্যবহারের ব্যবস্থা না থাকে তাহলে তা নিষিদ্ধ করার মাধ্যমে বোলারদের অকার্যকর করে তোলা হচ্ছে। ঘাম ও থুতুর ব্যবহার সবসময় ছিল। আমি মনে করি, থুতু ঘামের তুলনায় অনেক বেশি কার্যকরী। অন্ততপক্ষে ৬০ ভাগ বেশি কার্যকরী। বোলাররা ঘামের তুলনায় থুতুর উপর বেশি নির্ভরশীল।’
টেন্ডুলকার মনে করেন বোলার থুতু প্রয়োগ না করতে পারার পুরো সুযোগ নিচ্ছেন ব্যাটসম্যানরা। যতি দ্রুত সম্ভব এর জন্য বিকল্প ব্যবস্থা বের করা উচিত। থুতুর ওপর নিষেধাজ্ঞা দেয়া আর বোলারদের প্রতিবন্ধী করে দেয়া একই কথা। যদি কোনো ব্যাটসম্যানকে বলা হয় তুমি অফসাইড ছাড়া বল মারতে পারবে না তাহলে বিষয়টি কেমন দাঁড়ায়। বোলারদের ক্ষেত্রে এখন এমনটাই দাঁড়াচ্ছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।