অগ্রসর রিপোর্ট : ঢাকাসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। তবে করোনার কারণে এবার বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। শুধু অনলাইনে আবেদন করা যাবে। ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
করোনা মহামারিতে এবার পুরো বছর বন্ধ ছিল দেশের সব সরকারি-বেসরকারি বিদ্যালয়। পরীক্ষা নেওয়ার পরিস্থিতি না থাকায় হয়নি কোনো ক্লাস ও মূল্যায়ন পরীক্ষা। এই অবস্থায় বার্ষিক পরীক্ষার মূল্যায়ন করা হচ্ছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস মহামারির কারণে এবার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তিতে কোনো পরীক্ষা না নিয়ে লটারির মাধ্যমে ভর্তি করা হবে। আর অনলাইনে আবেদন করা যাবে টেলিটকের নির্ধারিত সাইটে।
এবারে ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইনে ও লটারি মাধ্যমে হওয়ায় পরীক্ষা নেওয়ার খরচ লাগছে না, সে কারণে আবেদন ফি কমিয়ে দেওয়া হয়েছে বলে জানায় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা। ভর্তির আবেদন করতে এবার লাগবে ১১০ টাকা ফি। এই টাকা শুধুমাত্র টেলিটকের প্রি-পেইড নম্বর থেকে পরিশোধ করা যাবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় তিনটি ফিডার শাখাসহ তিনটি গ্রুপে বিভক্ত থাকবে। প্রার্থীরা পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। আবেদন করা যাবে সারাদেশ থেকেই। তবে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে।
লটারির মাধ্যমে একজন শিক্ষার্থীকে একটি বিদ্যালয় নির্বাচন করে দেওয়া হবে। এর আগে গত ২৫ নভেম্বর করোনাভাইরাসের কারণে এবার সব বিদ্যালয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানায় শিক্ষামন্ত্রী দীপু মনি।
ভর্তি প্রক্রিয়ায় সরকারি বিদ্যালয়গুলোতে কেবল প্রথম শ্রেণিতেই ভর্তির ক্ষেত্রে লটারি প্রক্রিয়া মানা হতো। এবার করোনাভাইরাসের কারণে মাধ্যমিকের সব শ্রেণিতেই ভর্তি প্রক্রিয়ায় আনা হয়েছে নতুন নিয়ম। জেএসসি-জেডিসি পরীক্ষা না হওয়ায় তাদেরকেও ভর্তি হতে হবে লটারির মাধ্যমে।