অগ্রসর রিপোর্ট : লকডাউন চলাকালীন শিপিং লাইনস বা এজেন্টসমূহের কন্টেইনার ডেমারেজ চার্জ আরোপ করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
শিপিং লাইনস বা তাদের মনোনিত এজেন্টদের আমদানিকারকদের উপর লকডাউন সময়ে কোন প্রকার ডেমারেজ চার্জ আরোপ না করার বিষয়ে সরকারের নির্দেশনা থাকার সত্ত্বেও শিপিং কোম্পানিগুলো কন্টেইনার ডেমারেজ চার্জ আরোপ অব্যাহত রাখায় ডিসিসিআই আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে এ ধরনের চার্জ আরোপ বন্ধের আহবান জানায়।
সংগঠনটি বলছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার সারাদেশে গত ২৬ মার্চ থেকে অবরুদ্ধ বা লকডাউন ঘোষণা করেছে যা আগামী ৩০ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ পরিস্থিতিতে সরকার যদিও সমুদ্র বন্দরগুলোর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে, তবুও অন্যান্য সেবা খাত অনেকাংশেই বন্ধ বা সীমিত থাকায় পণ্য বা কন্টেইনার খালাসে অনীচ্ছাকৃত দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে। এমনিতেই করোনা ভাইরাসের কারনে আমদানি, রপ্তানি কার্যক্রমের উপর নেতিবাচক প্রভাব পড়েছে, ব্যবসা বানিজ্যও তার স্বাভাবিক গতিতে ফিরে আসতে পারছেনা, তার উপর লকডাউন চলা অবস্থায় কিছু বিদেশি শিপিং কোম্পানি বা এজেন্ট আমদানীকারকদের উপর তাদের ইচ্ছেমত অতিরিক্ত কন্টেইনার ডিটেনশন বা ডেমারেজ চার্জ আরোপ করছে।
সংগঠনটির মতে, কোন নির্দিষ্ট নীতিমালা না থাকায় শিপিং কোম্পানিগুলো বা তাদের মনোনিত ফ্রেইট ফরওয়াডার্সরা এ অতিরিক্ত চার্জ আরোপ করতে পারছে। ডেমারেজ চার্জ আরোপের ফলে আমদানিকৃত উৎপাদনমুখী শিল্পের কাঁচামালের মূল্য বৃদ্ধি পাচ্ছে যা আমাদের বিশ্ববাজারে রপ্তানি সক্ষমতাকে হ্রাস করছে। স্থানীয় ভোক্তাদের জন্য আমদানি করা পণ্যের মূল্যও এতে বৃদ্ধি পাচ্ছে।
এর পাশাপাশি ডিসিসিআই বেসরকারি আভ্যন্তরিন কন্টেইনার ডিপো বা অফ-ডক পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহকে লকডাউন চলাকালীন সময়ে খালি কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ও রপ্তানি পণ্য কন্টেইনারে লোডিং চার্জ মওকুফ করার আহ্বান জানিয়েছে। এছাড়া এসময়ে চট্ট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষকে বিভিন্ন বন্দর সম্পর্কিত চার্জসমূহ যেমন ক্রেন চার্জ, লোডিং, আনলোডিং চার্জ, কন্টেইনার ডিসচার্জিং চার্জ কমানোর অনুরোধ করেছে ব্যবসায়ীদের এই সংগঠন।