অগ্রসর রিপোর্ট : চলমান ত্রিদেশীয় টি-২০ ক্রিকেট সিরিজে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
টুর্সামেন্টের তৃতীয় দল জিম্বাবুয়ে ছিটকে পড়ায় আজকের এ ম্যাচটি ফাইনালের ড্রেস রিহার্সেল হিসেবে পরিনত হয়েছে।
লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের হাতে ইনজুরির কারণে এ ম্যাচে সেরা একাদশে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বাংলাদেশ। দলের লেগ স্পিনার সমস্যার সমাধান করা ১৯ বছর বয়সী বিপ্লবের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান। নিজের অভিষেক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ রানে ২ উইকেট শিকার করেন বিপ্লব।
এর আগে গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হেরে গেছে।
টি-২০ ফর্মেটে টানা চার ম্যাচে পরাজিত হওয়ার পর এ ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।
সেদিক বিবেচনায় ফাইনালের আগে এ ম্যাচটি টাইগার দলের জন্য কেবল মাত্র আত্মবিশ্বাস অর্জনেরই নয়, আফগানদের বিপক্ষে জয় খড়া কাটানোর ম্যাচও বটে।
গ্রুপ পর্বে গতকাল নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে সাত উইকেটে পরাজিত হওয়ায় আজ আবারো জয়ের ধারায় ফিরতে মরিয়া আফগানিস্তান।
গতকালের দল থেকে দু’টি পবির্তন এনে আজ সেরা একাদশ সাজিয়েছে আফগানিস্তান। ফজল নিয়াজি ও দৌলত জাদরান বাদ পড়েছেন। এ ম্যাচে আফগানিস্তানের হয়ে াভিষেক ঘটেছে নবীন উল হক। দলে পিরেছেন করিম জানাত।
দল:
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লআহ গুরবাজ, শফিকুল্লাহ শফিক, আসগর আফগান, মোহাম্মদ নবী, নজিবউল্লাাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নবীন উল হক, মুজিব উর রহমান।