অগ্রসর রিপোর্ট: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন মিয়ানমারে নির্যাতন-নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথা শুনতে ও বাস্তব পরিস্থিতি দেখতে শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্প পরিদর্শন করেন ।
বরিস জনসন ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে আলাপ করেন এবং ক্যাম্পের ইউএনএইচসিআর ও আইওএমসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শনিবার সোয়া ১২টায় বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান। বিকেলে তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লাক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন।
বাংলাদেশ থেকে তিনি আজই মিয়ানমারে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।