অগ্রসর রিপোর্ট: রাষ্ট্রপতি এম আবদুল হামিদ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বঙ্গভবন সূত্রে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব এম জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি আজ প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
বিদেশে অবস্থারত সিনহা তার পদত্যাগপত্র প্রেরণের চারদিন পর বঙ্গভবন আজ এই তথ্য জানায়।
জয়নাল আবেদিন জানান, পদত্যাগ পত্রটি পরবর্তী প্রক্রিয়া সম্পাদনের উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।