ষ্টাফ রিপোর্টার- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট না এলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশ হয়ে যেত। শনিবার রাজধানীর ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধু ভবন সংলগ্ন সবুজ চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। বিভীষিকাময় দিনটির স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৫ আগস্টের হামলা কোনও একটি পরিবারের ওপর ছিলো না। এটি ছিল একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে হামলা।
প্রধানমন্ত্রী আরো বলেন, বাঙালী জাতি যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে সে জন্যই এই হামলা করা হয়েছিল। সেদিন আমি আর রেহানা দেশের বাইরে ছিলাম। অথচ মাত্র পনেরো দিনের ব্যবধানে আমরা নিঃস্ব হয়ে গেলাম।