এই ম্যাচে জয় এখন অনেকটাই নির্ভর করছে সাব্বিরের উপর। এর আগে ষষ্ঠ উইকেটে টেস্ট অধিনায়ক মুশফিক ও সাব্বিরের ৮৪ রানের জুটিতে ভর করে জয়ের বন্দরের দিকে অনেকটাই এগিয়ে গেছে টাইগারদের তরী। ক্রিজে সাব্বির ৫৯ এবং তাইজুল ইসলাম ১১ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটিং ইনিংসের শুরুতেই সাজঘরে ফেরেন প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী তামিম ইকবাল (৫)। ইনিংসের ৯.৫ ওভারে মঈন আলীর বলে গেরি ব্যালেন্সের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ২০.১ ওভারে আদিল রশিদের বলে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস (৪৩)। দ্বিতীয় উইকেটে ইমরুল-মুমিনুল জুটিতে স্কোরবোর্ডে যোগ হয়েছে ৪৬ রান।
এরপর ২৭.৫ ওভারে গ্যারেথ বেটির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মুমিনুল হক (২৭)। ৩০তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদকেও (১৭) সাজঘরে ফেরান বেটি। ম্যাচের ৬৭.৫ তম ওভারে ব্যক্তিগত ৩৯ রানে বেটির বলে ক্যাচ আউট হন অধিনায়ক মুশফিক। পরে ৭০.৫ ওভারে স্টুয়াট ব্রডের বলে ১ রান করে এলবিডব্লউ আউট হন মেহেদী হাসান মিরাজ। কামরুল ইসলাম রাব্বী ৩ বল খেলে ব্রডের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন।
দলীয় ১৪০ রানে বাংলাদেশের ৫ম উইকেটের পতন হয়। ইনিংসের ৪০.৫ ওভারে মঈন আলীর বলে বেয়াস্টোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান (২৪)।
আজ রবিবার সকালে দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে ২৪০ রান সংগ্রহ করে ইংলিশ ব্যাটসম্যানরা। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৫ রানের লিড নেওয়ায় বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ২৮৬ রান। প্রথমবারের মতো ইংল্যান্ড টেস্ট দলকে দুই ইনিংসে অলআউট করলো টাইগাররা।
গতকাল শনিবার ম্যাচের তৃতীয় দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটিং ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে আসে ২২৮ রান। আজ রবিবার সকালে ইনিংসের ৭৭.৫ ওভারে রান আউট হয়ে সাজঘরে ফেরেন স্টুয়ার্ড ব্রড (১০)। এরপর ৮০.২ ওভারে তাইজুল ইসলামের এলবিডব্লিউর ফাঁদে পড়েন গ্যারেথ বেটি (৩)। এতে ২৪০ রানে থামে ইংলিশদের দ্বিতীয় ইনিংস।
১৪ মাস ১৯ দিন পর গত বৃহস্পতিবার সাদা পোশাকে মাঠে নামে বাংলাদেশের টেস্ট ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। ম্যাচের চতুর্থ দিনে আজ রবিবার শেষ ইনিংসের খেলা চলছে।