স্থানীয়রা জানান, হাতিয়া থেকে একটি ট্রলার ৫০ থেকে ৬০ জন বরযাত্রী নিয়ে যাচ্ছিল। বৌ বাজার এলাকার মেঘনা নদীর প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারের যাত্রীরা কেউ কেউ সাঁতার কেটে পাড়ে ওঠে এবং স্থানীয় জেলেরা অনেক যাত্রীদের উদ্ধার করে। তবে এখনো ৫ জন যাত্রী নিখাঁজ রয়েছে বলে ট্রলার যাত্রীদের দাবি। প্রাথমিকভাবে নিখোঁজদের নাম ও পরিচয় জানা যায়নি। এ ব্যপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নিহত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধান করা হচ্ছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।