স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘ফরেন পলিসি’ ম্যাগাজিনের করা বিশ্বের সেরা ১০০ চিন্তাবিদের তালিকায় উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। ম্যাগাজিনটির বুধবারের সংখ্যায় এ তালিকা প্রকাশ করা হয়েছে।
ফরেন পলিসির তালিকায় সেরা ‘ডিসিশন মেকার্স’ ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১৩ বুদ্ধিজীবীর মধ্যে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন রোধ, অর্থনীতি বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখার জন্য তাকে এই তালিকাভুক্ত করা হয়েছে।
একই তালিকায় রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা ম্যার্কেল, আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহী ও সৌদি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান।