অগ্রসর রিপোর্টঃ সিরিয়ার আলেপ্পো নগরীতে অবিলম্বে প্রবেশের সুযোগ দেয়ার আহবান জানিয়ে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে, নগরীতে ২০ লক্ষাধিক লোক সার্বিক অবরোধের ঝুঁকিতে রয়েছে। শহরটিতে প্রচন্ড বোমাবর্ষণ চলছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভক্ত আলেপ্পোতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচন্ড লড়াই চলছে। এসময় উভয় পক্ষ প্রতিদ্বন্দ্বীদেরর প্রবেশ পথ বন্ধ করে দেয়। এতে সেখানে থাকা বাসিন্দারা অবরুদ্ধ হয়ে পড়ে।
সিরিয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শীর্ষ কর্মকর্তা ইয়াকুব আল হিলো এবং আঞ্চলিক সম্বয়নকারি কেভিন কেনেডি বৈরিতার ক্ষেত্রে একটি ‘মানবিক বিরতি’ দেয়ার আহবান জানান।
বিবৃতিতে বলা হয়, নগরীর ২০ লক্ষাধিক লোক অবরোধের ঝুঁকির মধ্যে বাস করছে। এদের মধ্যে সর্বোচ্চ ২ লাখ ৭৫ হাজার লোক আলেপ্পোর পূর্বাঞ্চলে আটকা পড়েছে।
উল্লেখ্য, জুলাই মাসের শেষ নাগাদ থেকে আলেপ্পোতে যুদ্ধে কমপক্ষে ১৩০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর জানা গেছে। এছাড়া যুদ্ধে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও বিদ্যুত কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
আলেপ্পোর বেসামরিক নাগরিকদের সহযোগিতা করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে।
২০১১ সালের মার্চ মাসে সিরিয়া সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে ২ লাখ ৯০ হাজারের বেশী লোক প্রাণ হারিয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।