স্টাফ রিপোর্টার: বাংলাদেশি এক কোটির একটু বেশি দামে সাকিবকে নিলো করাচি কিংস। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ প্লাটিনাম ক্যাটাগরিতে তাকে এই দাম নিলো তারা। আগামী বছর ফেব্রুয়ারিতে পিএসএল আয়োজনের লক্ষ্যে আজ দুবাইতে ক্রিকেটারদের এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ভারত ছাড়া বিশ্ব ক্রিকেটে অংশ নেয়া দেশগুলির তারকা ক্রিকেটারদের অন্তর্ভূক্ত করা হয়েছে। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং এই ৫ ক্যাটাগরিতে ক্রিকেটোরদের নিলাম অনুষ্ঠিত হয়। ৫ দলের অংশগ্রহনে আগামী ৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগের এই টুর্নামেন্ট।করাচি কিংসে প্লাটিনাম ক্যাটাগরিতে এখন পর্যন্ত সাকিবের পাশে আর যারা খেলবেন তার মধ্যে রয়েছেন, শোয়েব মালিক ও সোহেল তানভীর। এই ক্যাগরিতে শেষ খবর পাওয়া পর্যন্ত একমাত্র সাকিবই কোন বিদেশি ক্রিকেটার।
টি-টোয়েন্টির তারকা ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত পেশোয়ার জালমিতে নাম লিখিয়েছেন শহীদ আফ্রিদি, লাহোর কোয়াল্যান্ডার্সে ক্রিস গেইল এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে কেভিন পিটারসেন।
সাকিব ছাড়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আরো আছেন, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস। যারা সবাই আছেন গোল্ড ক্যাটাগরিতে। অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ ও এনামুল হক। গোল্ড ক্যাটাগরির ক্রিকেটারদের দাম ধরা হয়েছে ৫০ হাজার ডলা্র, আর সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের দাম ধরা হয়েছে ২৫ হাজার ডলার।
এছাড়া পিএসএল ক্রিকেটার চার্টে আছেন ইংল্যান্ডের ৫৯ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৮ জন, শ্রীলঙ্কার ২২ জন, অস্ট্রেলিয়ার ১০ ও, দক্ষিণ আফ্রিকার ৭ জন। এই টুর্নামেন্টে খেলতে বিদেশী অন্যান্য টি-টোয়েন্টি তারকা ক্রিকেটারদের ইতিমধ্যে মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন, কেভিন পিটারসন, ক্রিস গেইল, শেন ওয়াটসন, তিলকরত্নে দিশলানের মতো তারকারা।
৫ দলের অংশগ্রহনে সংযুক্ত আরব আমিরাতে আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে এই টুর্নামেন্ট। আর ফাইনাল খেলার মাধ্যমে এই আসরের পর্দা নামবে সে মাসেরই ২৩ তারিখে।
