চট্টগ্রাম প্রতিনিধি- জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল টাইমস টোয়েন্টিফোর ডট নেটের সম্পাদক ও দৈনিক জনতা’র ক্রাইম চীফ হাবিবুর রহমানকে গত সোমবার মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়ায় আলোকিত চট্টগ্রাম.ডটকম ও দৈনিক চট্টগ্রামের পাতা প্রকাশক, সম্পাদক এম জামাল উদ্দিন, প্রধান সম্পাদক আমজাদ হোসাইন, নির্বাহী সম্পাদক আশরাফ উদ্দিন মিরন সহ পত্রিকায় কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছে।
বুধবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে আলোকিত চট্টগ্রাম.ডটকম ও দৈনিক চট্টগ্রামের পাতা প্রকাশক, সম্পাদক এম জামাল উদ্দিন, বলেন, সাংবাদিকরা
আজ কোথাও নিরাপদ নয়, রাজপথ থেকে বেডরুম পর্যন্ত হেন কোন জায়গা নেই যেখানে তারা আক্রান্ত হচ্ছেনা। নেতৃদ্বয় আরো বলেন, সাংবাদিক হাবিব অত্যন্ত সুনামের সাথে সুদীর্ঘ দিন থেকে মিডিয়াতে নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করছেন একজন সৎ, নিরিহ, স্বজ্জন ব্যক্তি হিসেবে তিনি অতুলনীয়। এমনি একজন ব্যক্তির প্রাননাশের হুমকিতে সচেতন মহলের সাথে আমরাও গভীরভােেব উদ্বিগ্ন। আলোকিত চট্টগ্রাম.ডটকম ও দৈনিক চট্টগ্রামের পাতা প্রকাশক, সম্পাদক এম জামাল উদ্দিন অবিলম্বে হুমকিদাতাকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।