স্টাফ রিপোর্টার: বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করে একদল ব্রিটিশ বাংলাদেশী দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অংশীদার হতে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।
ব্রিটিশ বাংলাদেশী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেসবাউর রহমান।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল জানায়, তারা পর্যটন ও আইসিটি-সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী। তারা বিনিয়োগ সংক্রান্ত সেবাসমূহ বিকেন্দ্রীকরণে পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানান, যাতে বিনিয়োগকারীরা সহজে সেবা গ্রহণ করতে পারেন।
আবদুল হামিদ বলেন, বর্তমান সরকার বিনিয়োগকারীদের সম্ভাব্য সকল সহায়তা দিতে খুবই আন্তরিক। তিনি বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে প্রতিনিধিদলের প্রতি আহবান জানান।
সরকার অবকাঠামো উন্নয়নের পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ পারস্পরিক স্বার্থে সম্ভাবনাময় সকল খাতে বিনিয়োগ করতে প্রতিনিধিদলের প্রতি আহবান জানান।
এর আগে নৌবাহিনী প্রধান এডমিরাল এম ফরিদ হাবিব বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন।
এডমিরাল হাবিব নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
এডমিরাল হাবিব আগামীকাল ২৭ জানুয়ারি অবসরে যাচ্ছেন।
এ সময়ে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।