তিনি বলেন, সন্ত্রাস ও আত্মঘাতী বোমা হামলা ‘সাচ্চা মুসলমান’ (প্রকৃত মুসলমান)’র পথ নয়। মসজিদের ভিতর মানুষ হত্যা প্রকৃত মুসলমানের কাজ নয়। যারা এ ধরনের অপরাধ করছে তারা মানসিকভাবে বিকৃত।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কেউ যাতে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত হতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য যুব সমাজ, ছাত্র ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটলে মুসলমানদের ওপর হামলা হবে এবং তাদের জীবন কষ্টদায়ক হয়ে দাঁড়াবে। তাই এ ধরনের হামলার ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
আজ সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের জরুরি সভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সভায় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও বক্তব্য রাখেন।
সন্ত্রাসের পথ প্রকৃত মুসলমানের পথ নয় : প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস ও আত্মঘাতী বোমা হামলা প্রকৃত মুসলমানের পথ নয়। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতরা মানসিকভাবে বিকৃত।