স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু গোল্ডকাপে ঢাকা পর্বে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে নেপাল। এই জয়ের ফলে এ-গ্রুপ থেকে প্রথম দল হিসেবে পূর্ণ ৪ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় পর্বে উঠল তারা।
আজ (বুধবার) বেলা ৩টায় দিনের প্রথম ম্যাচে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অংশ নিয়েছে এ দুই দল। খেলার প্রথমার্ধে ৪ মিনিটে গোল করে এগিয়ে যায় নেপাল। দলের পক্ষে গোলটি করেন ২৫ নম্বর জার্সি পরা বিমল। এই গোলই শেষ পর্যন্ত জয়ের একমাত্র ধারক হয় নেপালের জন্যে।
খেলার শুরু থেকে দুই দলই এদিন দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে। খেলার পুরো সময় শ্রীলঙ্কা নেপালের আক্রমণভাগে খেলেছে ৪৪ শতাংশ, অপরদিকে নেপাল শ্রীলঙ্কার আক্রমণভাগে খেলেছে ৮৬ শতাংশ। গোলের মুখে একদিকে যেমন আক্রমণে ছিলেন বিমলরা, অন্যদিকে শ্রীলঙ্কার আশিকুর রহমান আর চামিরারাও ছিলেন পাল্টাআক্রমণে। আক্রমণ-পাল্টাআক্রমণে কয়েকটি গোলের সুযোগ তৈরি হয়েছিল দুই দলের সামনে। কিন্তু শেষ পর্যন্ত খেলার ৯০ মিনিট পার হয়ে অতিরিক্ত মিনিটি যোগ হলেও গোল করতে পারেনি কেউ। ফলাফল ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল।
এর আগে যশোর পর্বের খেলায় মালেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল নেপাল। আর বাংলাদেশের কাছে ৪-২ গোলে হেরেছিল শ্রীলঙ্কা।
এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় একই ভ্যেনুতে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪-২ গোলে এক ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।