স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) পরিচালনা পর্ষদের সদস্য ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক লিয়াকত আলীর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, লিয়াকত আলী সাংবাদিকদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং সাংবাদিকতা পেশায় অসামান্য অবদান রাখা ছাড়াও বিভিন্ন জনকল্যাণমুখী কাজে নিজেকে নিবেদিত রেখেছিলেন।
তিনি বলেন, তার ইন্তেকালে খুলনাবাসী তাদের প্রিয় ব্যক্তিকে হারিয়েছে, দেশ হারিয়েছে বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মীকে।
শেখ হাসিনা মরহুমের আত্মার শান্তি ও মুক্তি কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লিয়াকত আলী গত মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।