আন্তর্জাতিক ডেস্ক- লিবিয়ার সার্ত শহরের কাছ থেকে চার ভারতীয় নাগরিককে অপহরণ করা হয়েছে। অপহূতরা সার্তের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর বিবিসি। সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির শহর সার্তে ইসলামিক স্টেটের (আইএস) শক্তিশালী অবস্থান রয়েছে। গত মে মাসে সার্তের অধিকাংশ এলাকা আইএসের দখলে চলে যায়।
২০১১ সালের অক্টোবরে গাদ্দাফির মৃত্যুর পর থেকেই চরম বিশৃংখলা তৈরি হয় লিবিয়ায়। দেশটিতে বর্তমানে ক্ষমতা দখল নিয়ে লড়াই চলছে বিভিন্ন জঙ্গি গ্রুপের মধ্যে। অপহূত শিক্ষকরা ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। গত বুধবার ভারত ফিরে আসার পথে তাদের অপহরণ করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ‘ত্রিপোলি ও তিউনিস হয়ে ভারতে ফিরছিলেন তারা। সার্তে থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের একটি চেকপয়েন্টের কাছে পৌঁছালে বাঁধা দেয়া হয় তাদের।’ ওই চার শিক্ষককে কারা অপহরণ করেছে ব্যাপারটি এখনও নিশ্চিত নয়। তবে অপহরণের পর তাদের সার্তে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘অপহূতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি আমরা। চার ভারতীয় শিক্ষকের নিরাপদে মুক্তির ব্যাপারে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি।’