অগ্রসর রিপোর্ট :নিউজিল্যান্ড সফরে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সব ম্যাচেই হেরেছে বাংলাদেশ দল। হারের মধ্যে বাংলাদেশের খেলোয়াড়দের কয়েকজনের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল উজ্জ্বল। যার কারণে আইসিসি খেলোয়াড় র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন তারা।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে টাইগার ওপেনার নাঈম শেখের স্কোর ছিল যথাক্রমে ২৭ ও ৩৮। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১৩ ধাপ উন্নতি করে ২৮তম অবস্থানে উঠে এসেছেন তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২৭ বলে ৫১ রান করেন সৌম্য সরকার। পাঁচ ধাপ উন্নতি করে ৪১তম অবস্থানে উঠে এসেছেন তিনি।
কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৭৬ রান করে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডেতে সাত ধাপ উন্নতি করে ব্যাটসম্যানদের তালিকায় তিনি ৪০তম অবস্থানে উঠে এসেছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটার। কিউই পেসার ম্যাট হেনরি সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। ওয়ানডেতে বোলারদের তালিকায় ৫ ধাপ উন্নতি করে তৃতীয় অবস্থানে উঠে এসেছেন তিনি। এটি তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। আরেক কিউই পেসার জেমস নিশাম ১৬ ধাপ উন্নতি করে ৬২তম অবস্থানে উঠে এসেছেন।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫২ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন কিউই ব্যাটসম্যান ডেভন কনওয়ে। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ ধাপ উন্নতি করে চতুর্থ অবস্থানে উঠে এসেছেন তিনি। এটি তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩১ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন কিউই ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। ব্যাটসম্যানদের তালিকায় ৩২ ধাপ উন্নতি করে তিনি আছেন ২৬তম অবস্থানে। কিউই পেসার টিম সাউদি টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় দুই ধাপ উন্নতি করে সপ্তম অবস্থানে উঠে এসেছেন।